দক্ষিনদিনাজপুর

পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বালুরঘাটে অটো চালকদের নিয়ে পুলিশ প্রশাসনের শিবির

পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে রাজ্য সরকারের "সেফ ড্রাইভ সেফ লাইফ" প্রকল্পকে সামনে রেখে বুধবার বালুরঘাট শহরে অটোর সামনে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগালো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। আগে বাস ও ট্রাক চালকদের সাথে নিয়ে সচেতনতা বৈঠক করেছিল পুলিশ প্রশাসন। এদিন পুলিশের পক্ষ থেকে অটো চালকদের মধ্যে সতেনতা মূলক শিবিরের আয়োজন করা হয়। এই প্রকল্পের আওতায় অটোকেও আনা হয়। এদিন বালুরঘাট অটো স্ট্যান্ডে অটোর সামনে সেফ ড্রাইভ সেফ লাইফ স্টিকার লাগান ডি.এস.পি ট্র্যাফিক ধীমান মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা।

এবিষয়ে ডি.এস.পি ট্র্যাফিক ধীমান মিত্র জানান, পথ দুর্ঘটনা কমাতে যে যে সাবধানতা অবলম্বন করা উচিত, সে বিষয়ে এদিন অটো চালকদের নিয়ে সচেতনামূলক শিবির করা হয়।